Features

Our amazing features!

সেবার নিয়ম ও সুবিধা সমুহ

বাৎসরিক ভর্তি ফি এবং মাসিক সার্ভিস চার্জের মাধ্যমে পরিবারের সকল সদস্যকে পর্যায়ক্রমে নিম্ন লিখিত সুবিধা সমুহ প্রদান করা হবে ।

০১। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান ।
০২। বিনামূল্যে জ্বর, প্রেসার, স্বল্প মূল্যে ডায়াবেটিস, প্রেগনেন্সী ইত্যাদী টেস্ট ।
০৩। কোম্পানীর সরবরাহকৃত ৩০ প্রকার হোমিওপ্যাথিক ঔষধ বিনামূল্যে ও এ্যালোপ্যাথিক ঔষধ, খাবার স্যালাইন, জন্মনিয়ন্ত্রণ পিল-কন্ডম, স্যানেটারি নেপকিন ইত্যাদী ন্যায্য মূল্যে এবং অন্যান্য ঔষধ স্বল্প মূল্যে প্রদান ।
০৪। স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তার ফি সহ সকল প্রকার সেবা বিশেষ কমিশনে প্রদান ।
০৫। বিভিন্ন ক্লিনিক / ডায়াগনোষ্টিক সেন্টার থেকে সকল প্রকার সেবা বিশেষ কমিশনে প্রদান ।
০৬। ওয়ার্ড / ইউনিয়ন পর্যায়ে কেম্পেইনের মাধ্যমে সেবা প্রদান ।
০৭। কোম্পানীর “ হ্যালো ডাক্তার ” সার্ভিস সেন্টার থেকে সেবা প্রদান ।

অন্যান্য সার্ভিস সমুহ

স্বল্প খরচে ফার্মেসী, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে পরামর্শ ও সহযোগিতা করা হয় ।
এ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সকল প্রকার জটিল কঠিন রোগের চিকিৎসা স্বল্প খরচে দেয়া হয় ।
সকল প্রকার হোমিওপ্যাথিক ঔষধ পাইকারী বিক্রয় করা হয় ।